নাচোলে দুর্বৃত্তের আঘাতে গৃহবধু খুন, স্বামী আটক

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ এএম
নাচোলে দুর্বৃত্তের আঘাতে গৃহবধু খুন, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্বৃত্তের হাসুয়ার আঘাতে এক গৃহবধূ খুন হয়েছে। ২৫ ডিসেম্বর (বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার কসবা ইউপির বিজলী পাড়া এলাকায় আলমের পিয়ারাবাগানে এক গৃহবধূ রুলিয়া সাজনি (৩৫)কে রক্তাক্ত জখম অবস্থায় তার সৎ ছেলে ও স্থানীয়রা উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিন বিকেল ৩টা চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূ রুলিয়া সাজনির মৃত্যু হয়। এঘটনায় রাতেই ওই পিয়ারাবাগান থেকে গৃহবধুর স্বামী একরামুল হককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গৃহবধূ রুলিয়া সাজনির স্বামী একরামুল হক (৫৫) আলমের ওই পেয়ারা বাগানে জোগানের কাজ করত। ঘটনার দিন গৃহবধু রুলিয়া সাজনি স্বামী একরামুলের জন্য সকালের খাবার নিয়ে গেলে পিয়ারাবাগানে ২জন মুখোসধারী দুর্বৃত্ত হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দ্বায়ের হয়েছে এবং হত্যায় জড়িত সন্দেহে রাতেই অভিযান চালিয়ে পিয়ারাবাগান থেকে ভিকটিমের স্বামী একরামুলকে আটক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে