গাজীপুরের কাপাসিয়ায় মেয়াদোত্তীর্ণ চকলেট খেয়ে ৮ স্কুলশিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ওই অসুস্থ শিক্ষার্থীরা হলো উপজেলার টোক ইউনিয়নের ১৬নং কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বিদ্যালয়ে বুধবারে টিফিনের সময় শিক্ষার্থীরা স্কুলের পার্শ্ববর্তী জাহানারার দোকান থেকে আঁখি মিল্ক লজেন্স খাওয়ার কিছুক্ষণ পরে তাদের বমি হয় এবং চিৎকার করে নিজেরাই নিজেদের বুকে চাপড়াতে থাকে। এ সময় সহপাঠীরা ঘটনাটি প্রধান শিক্ষককে জানালে দ্রুত প্রধান শিক্ষক শিক্ষার্থী সিহাব, মিম আক্তার, চম্পা, সুবর্না, সুমাইয়া, মিম ও মারিয়াসহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তুহিন নামে অপর এক শিক্ষার্থীকে টোক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছেন।
এ ব্যাপারে দোকানি জাহানারা বলেন, দীর্ঘদিন যাবত টোক নয়ন বাজারের আমির উদ্দিনের থেকে পাইকারি মাল এনে বাড়িতে বিক্রি করি। এপর্যন্ত কেউ এভাবে অসুস্থ হয়নি। লজেন্স খেয়ে ছাত্রছাত্রী অসুস্থ হওয়ার খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
এ ব্যাপার কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার বলেন, পার্শ্ববর্তী জাহানারার দোকানের আঁখি মিল্ক ক্যান্ডি লজেন্স খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।