বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-দেশের ইতিহাসে সাধারণ মানুষের আধিকার আদায়ের জন্য সব সময় ছাত্ররাই মূল ভূমিকা পালন করেছে। সাধারণ ছাত্রদের সংগঠিত করার মাধ্যমে ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা ছিলো অত্যন্ত প্রশংসিত। তখন ছাত্রদলের সৃজনশীল নেতৃত্ব স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো হয়েছিলো। তেমনি ২৪ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনেও ছাত্রদলের ছিলো কঠোর ভূমিকা।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-বর্তমান বাংলাদেশ, ছাত্রদলের দিকে তাকিয়ে আছে। ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে সততা ও ন্যায়ের পথে থেকে কঠোর পরিশ্রম করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীদের কঠোর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন-অতীতে যেমন আমি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ছাত্রদল নেতাকর্মীদের পাশে ছিলাম এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।
বরিশাল-১ আসনের ছাত্রদল নেতাকর্মীদের সাথে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত স্বপ্নের ৩১ দফা বাস্তবায়নে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আস্থা অর্জন করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজসহ কোনধরনের অপরাধীর স্থান ছাত্রদলে হবেনা বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকার কৃতি সন্তান সৈয়দ নাজমুল ইসলাম বাহারের সভাপতিত্বে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর এবং কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।