মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৫ পিএম
মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠন" এর আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।

গত পাঁচ বছরে সংগঠনটি বিভিন্ন সময় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ রোগীর সহায়তা, পরিবেশ রক্ষা,ভিক্ষুক পুর্নবাসন,  শিক্ষাবিষয়ক উদ্যোগসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করেছে। সমাজসেবায় অব্যাহত এ প্রচেষ্টাকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির অনুমোদন করেন সংগঠনের উপদেষ্টা পরিষদ। 

উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে  মো:রেজাউল করীম, নির্বাচন অফিসার,ভালুকা উপজেলা,ময়মনসিংহ, সাদেকা তামান্না নিপা, প্রভাষক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এস এম শামীম, সাংবাদিক, আব্দুল্লাহ আল মোজাহিদ, ঢাকা এর সাক্ষরিত পেডে উক্ত কমিটির অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হোন সংগঠন এর প্রতিষ্টাতা আশিকুর রহমান এবং সাধারন সম্পাদক শেখ সোহেল রানা শাকিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল রাকিব, কোষাধ্যক্ষ মুফতী বায়জিদ আহমেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক, মোস্তাকিম শেখ শুভ সহ ৫১ জন বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত এই কমিটির সদস্যরা স্বেচ্ছায় ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় কাজ করবেন বলে আশা প্রকাশ করেছে সংগঠন কর্তৃপক্ষ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়-  

অসহায়ের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে আমাদের এই পথচলা চলমান থাকবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, এই নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি আগামীর পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে