চাঁদপুর সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে অনুদান সাহায্য বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদের সামনে চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, চাঁদপুর বারের বিজ্ঞ আইনজীবী অ্যাড.আলম খান মঞ্জুর উপস্থিত থেকে এতিম শিশু ২ জন, ২ জন দুস্থ নারী, ২ জন পত্রিকা বিলিকারক হকার, ৫ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে সাহায্য বাবদ প্রত্যেককে এক হাজার টাকা করে বিতরণ করেন। এসময় আলোচিত বাবুরহাটের কালাম বন্ধু মহলের প্রধান পত্রিকা বিলিকারক হকার মো. কালাম বেপারীকে একটি বাইসাইকেল দেওয়া হয়। একজন অসহায়কে ফুটপাতে আমড়া, পেয়ারা, বাদাম বিক্রি করে সংসার চালানোর জন্য অনুদান দেওয়া হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, ভিক্ষা একটি খারাপ পেশা, কেউ ভিক্ষা করবেন না, কর্মকরে খাবেন, ভিক্ষা বৃত্তি বন্ধ করার জন্য সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। আজকের এই সময় অসহায় কিছু লোককে সাহায্য সহযোগিতা করছেন চাঁদপুর জেলার একটি অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থা। আমি এই সংগঠনের চেয়ারম্যান এমএ হানিফকে ধন্যবাদ জানাই, তিনি অক্লান্ত পরিশ্রম করেন সংগঠন কে নিয়ে। তাঁর এই সংগঠন দ্বারা এলাকার বহু লোক উপকৃত হচ্ছে। সমাজের যেসকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো আছে, সবাই যদি এভাবে অসহায়দের পাশে দাড়ায় তাহলে সমাজ আরো উন্নত হবে।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান এমএ হানিফ, সদস্য সচিব শামসুল আলম, সদস্য সুমাইয়া আক্তার, আবু সোহান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন এর এবং ওয়ার্ডের সমাজসেবকগণ।