সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি বাস্তবায়িত: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩০ পিএম | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২১ পিএম
৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি বাস্তবায়িত: প্রেস সচিব

সরকারি সংস্কার প্রক্রিয়ায় অতি গুরুত্বপূর্ণ ৭৭টি সংস্কারের মধ্যে ২৪টি ইতিমধ্যেই সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। এছাড়াও ১৪টি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে এবং বাকি ৩৯টি দ্রুতগতিতে বাস্তবায়নের পথে রয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন সংস্কার কমিশনের অতি গুরুত্বপূর্ণ সংস্কারের বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। প্রথম দফায় মোট ১২১টি সংস্কার বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৭৭টি সংস্কার চিহ্নিত করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রেস সচিব আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় শাস্তি প্রদান করা হবে। তিনি ব্যাখ্যা করেন, নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে যারা দায়িত্বে থাকবেন, তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নজরদারি করা হবে। সরকারের অনুমোদিত নির্বাচনী বিধান-১৯৯১-এর সংস্কারে অবহেলা করার ক্ষেত্রে জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে।

শফিকুল আলম আরও জানান, সরকারি তহবিল ও ট্রেজারি বন্ডের ওপর আরোপিত ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত আইনি সংশোধনীর অনুমোদনও সরকার দিয়েছে। পাশাপাশি তিনি বলেন, সরকার ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে, আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহ্মদ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে