মৌলভীবাজারের কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে সচেতনতামুলক প্রচারাভিযান করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ল পতনঊষার স্কুল এন্ড কলেজের দশম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রচারাভিযান করা হয়।
পতনউষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার। বেলা সিলেট অফিসের স্টাফ সাফায়েতউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনউষার ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তোয়াবুর রহমান তবারক, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, শিক্ষক জমসেদ আলী, সুহিত দেবরায়, সাংবাদিক জয়নাল আবেদীন, স্থানীয় সমাজকর্মী আনোয়ার খান প্রমুখ। সভার শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সামনে ভিডিও চিত্র তুলে ধরা হয়।
বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার বলেন, ব্যবহৃত প্লাস্টিক ফেলে দেওয়ার পর এগুলো খাল-বিল, ছড়া ও নদনদীর মধ্যদিয়ে সাগরে পতিত হচ্ছে। আর মাছের খাবার হিসাবে প্লাস্টিক গিলে খাচ্ছে। ফলে মাছের মাধ্যমে মানবদেহে এগুলো প্রবেশ করছে ও শরীরে রোগব্যাধী সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, দেশের আগামীর কর্ণধার শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করার মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্দেশ্যেই এই প্রচারাভিযান।
সভার সভাপতি ফয়েজ আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এই প্রচারাভিযান শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হবে। প্লাস্টিক ও পলিথিন বর্জন করতে হবে এবং সবাইকে এবিষয়ে উৎসাহিত করতে হবে। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।