ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ ।এ সময় আবু হানিফ(২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয় । সে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের মোঃ আব্দুল ওয়াহাব এর ছেলে ।
অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (তদন্ত ওসি) সঞ্জয় দাস জানান , শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ক্যাম্পের একদল পুলিশ অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ময়মনসিংহ গামী কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী চালিয়ে ২ হাজার ৬ শ পিস ভারতীয় ব্যথানাশক ট্যাবলেট, সিগারেট , চকলেট , নকল ডংডং চিপচ, ৭৫ হাজার টাকার ৩০ টি শাড়িসহ মোট ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয় ।
হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন , " হাইওয়ে মহাসড়কে ভারতীয় পণ্য পাচারের বিষয়ে আমাদের কঠোর নজরদারি আরো বাড়ানো হয়েছে । চলতি মাসে ২ সেপ্টেম্বর অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভারতীয় জিরা , একটি ট্রাকসহ একজনকে আটক করা হয়েছিল।