এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৪ এএম
এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫-এর সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে আজ শনিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালের পথে এগোতে চাইবে উভয় দলই। বাংলাদেশ গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে জায়গা করে নিয়েছে আফগানিস্তানকে পেছনে ফেলে। অপরদিকে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। ডুবাই স্টেডিয়ামে সাধারণত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কিছুটা সহজ হয়। ডিউয়ের প্রভাবও থাকতে পারে, তাই টস জেতা দল প্রথমে ফিল্ডিং নিতে চাইবে। এই ম্যাচে জয়লাভ করলে সুপার ফোরে ফাইনালের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ বা শ্রীলঙ্কা। ফলে দুই দলই নামবে নিজেদের সেরা একাদশ ও সেরা কৌশল নিয়ে। সবশেষে বলা যায়, আজকের ম্যাচটি হতে চলেছে জমজমাট। ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে দুই দলের তরুণ ও অভিজ্ঞদের পারফরম্যান্সের দিকে।