কয়রায় জামায়াতের কর্মী সম্মেলন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৩ এএম
কয়রায় জামায়াতের কর্মী সম্মেলন

২৬ ডিসেম্বর দুপুর ২ টা হতে শুরু হয় কয়রার কপোতাক্ষ কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলন। সম্মেলেন প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। সম্মেলন যোগদানের জন্য বিভিন্ন অঞ্চল থেকে জামায়াতের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ কপোতাক্ষ মাঠে হাজির হয়। আর আমিরে জামায়াতের কর্মী সম্মেলনে উপলক্ষে সকাল হতেই মিছিলে মিছিলে কম্পিত হয়ে উঠে কয়রার রাজপথ। জামায়াতের নেতা কর্মীরা বিভিন্ন ফেস্টুনি ব্যানার নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে মিছিলের মাধ্যমে যোগ দেন সমাবেশ স্থলে। দির্ঘ ১৭ বছর পর উন্মুক্ত স্থানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক উজ্জীবিত ছিল জামায়াত নেতা কর্মীরা। কয়রার সমাবেশে লোগসমাগমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়রায় কর্মী সমাবেশ সম্পর্কে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান বলেন,  কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান কয়রার কর্মী সমাবেশ স্থলে পৌছায় বেলা আড়াইটায়। তিনি হাজির হয়ে যথা সময়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি কয়রাবাসীর দাবিগুলো পুরুন করার আশ্বাস প্রদান করেন। উপজেলার পাথরখালী গ্রামের আয়জুদ্দীন মোড়ল বলেন দির্ঘদিন জামায়াতের কোন কর্মসুর্চী ছিল না। এখন সময় এসেছে আবার দল করার তাই সকাল ৯ টায় মিছিল সহকারে সমাবেশে এসেছি। প্রত্যান্ত জনপদ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের মিজানুর রহমান বলেন,  সেই কাক ডাকা ভোরে বাড়ি থেকে রওনা দেই। মিছিল সহকারে জোড়শিং বাজার হতে নেতাকর্মীরা একত্রে হয়ে কাটকাটা বাজার হতে মিছিল যোগে সমাবেশ স্থলে পৌছায়। কয়রা উপজেলা জামায়াত নেতা মাষ্টার আঃ রাজ্জাক বলেন, কয়রার সমাবেশ উপলক্ষে যেন শহরের ছোয়া লাগে। কয়রার ৭ টি ইউনিয়নের অলিতে গলিতে সু-সজ্জিত হিসাবে গড়ে তোলা হয় অসংখ্য গেট। ব্যানার আর ফেস্টুনি ছায়া ছিল কয়রার সবত্রই। সমাবেশ স্থলে বসার জন্য ব্যবস্থা করা হয় কার্পেট। 

আপনার জেলার সংবাদ পড়তে