পিএসজির বিপক্ষে হোম ম্যাচে ক্যাম্প ন্যুর বদলে অন্য স্টেডিয়াম বেছে নিল বার্সা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ এএম
পিএসজির বিপক্ষে হোম ম্যাচে ক্যাম্প ন্যুর বদলে  অন্য স্টেডিয়াম বেছে নিল বার্সা

চ্যাম্পিয়নস লিগের বহুল প্রতীক্ষিত বার্সেলোনা-পিএসজি ম্যাচটি হচ্ছে না ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে। প্রশাসনিক অনুমতি জটিলতার কারণে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে। কাতালান ক্লাব বার্সেলোনা বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ঘোষণায় জানানো হয়, ১ অক্টোবর (বুধবার) চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্যারিস সেন্ট-জার্মেইর বিপক্ষে লড়বে বার্সেলোনা। ধারণা করা হয়েছিল এর মধ্যে ক্যাম্প ন্যু প্রস্তুত হয়ে যাবে। কিন্তু সিটি কাউন্সিল থেকে এখনো সমাপ্তি সনদ বা প্রয়োজনীয় লাইসেন্স মেলেনি। তাই বাধ্য হয়ে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

বার্সেলোনা আরও জানিয়েছে, ক্যাম্প ন্যুতে ফেরার অনুমতি পেতে তারা নিরলসভাবে কাজ করছে। সমর্থকদের ধৈর্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ আশা করছে খুব শিগগিরই দলকে নতুন রূপে সাজানো ঐতিহাসিক মাঠে খেলতে দেখা যাবে।

এর আগে ঘরের মাঠে ফেরার সময়সীমা একাধিকবার পিছিয়েছে বার্সেলোনা। চলতি মাসে লা লিগার ভ্যালেন্সিয়া ও গেতাফের বিপক্ষে ম্যাচগুলো সরিয়ে নিতে হয়েছিল এস্তাদি জোহান ক্রুইফে। তবে উয়েফার নিয়ম অনুযায়ী ইউরোপীয় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি সেখানে।

১৯৫৭ সালে নির্মিত ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা ছিল ৯৯ হাজার ৩৫৪। সংস্কার শেষে এটি বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫ হাজার আসনে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ইউরো। কাজের মূল দায়িত্বে থাকা প্রতিষ্ঠান লিমাক কাজ শেষের পথে নিয়ে গেলেও প্রশাসনিক অনুমতির অভাবে স্টেডিয়ামটি এখনো দর্শকদের জন্য উন্মুক্ত নয়।

আপনার জেলার সংবাদ পড়তে