টেস্ট-ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ এএম
টেস্ট-ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

আন্তর্জাতিক ক্রিকেটে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আইসিসির নির্ধারিত ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির দল। এ সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দেশ।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষে পাকিস্তান নিজেদের মাঠে আতিথ্য দেবে অস্ট্রেলিয়াকে। সে সিরিজ শেষ করেই বাংলাদেশে আসবে তারা। আইসিসির প্রাথমিক সূচিতে বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজ আর থাকছে না। পরবর্তী সময়ে নতুন সূচিতে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ যোগ হওয়ার সম্ভাবনা থাকলেও এ সফরে কেবল টেস্ট ও ওয়ানডেই অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী দুই দলের লড়াই শুরু হতে পারে ২৬ মার্চ। দুটি টেস্টের একটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আরেকটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

তবে ম্যাচগুলোর সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে নিজেদের প্রস্তাবনা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি), তাদের অনুমোদনের পরেই সূচি চূড়ান্ত হবে।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ শেষ করার পর বাংলাদেশ দলের ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। তবে সে সিরিজের সময়সূচিও এখনও প্রকাশিত হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে