ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বদলে আলজেরিয়ার হয়ে খেলবেন। ফিফার অনুমোদন অনুযায়ী এই পরিবর্তন কার্যকর হয়েছে, যা শুক্রবার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ‘লেকিপ’ নিশ্চিত করেছে।
লুকা মার্সেইয়ে জন্মগ্রহণ করেছেন এবং ফ্রান্সের বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন। তবে তার বাবার আলজেরীয় শেকড়ের কারণে এবং ফ্রান্স জাতীয় দলে সুযোগ সীমিত হওয়ায় তিনি আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। লুকা বর্তমানে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব গ্রানাডায় খেলছেন। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা তিনি আগে রেসিং সান্তেন্দার, রায়ো ভায়েকানো ও আইবারে খেলেছেন। এবার গ্রানাডায় যোগ দিয়ে চলতি মৌসুমে চার ম্যাচ খেলে মাঠে নামেছেন।
আলজেরিয়ার জাতীয় দলে জায়গা করা লুকার জন্য সহজ হবে না। তাকে প্রতিযোগিতা করতে হবে অ্যান্থনি মান্দ্রেয়া, আলেক্সিস গুয়ানদুজ ও উসামা বেনবটের মতো গোলরক্ষকদের সঙ্গে। দলের অভিজ্ঞ গোলরক্ষক আলেক্সান্দ্র ওকিদজা বর্তমানে চোটে থাকায় লুকা দলে অবদান রাখতে পারবেন।
আলজেরিয়া আগামী অক্টোবরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে মাঠে নামবে। ডিসেম্বরে দল আফ্রিকা কাপ অব নেশনসেও অংশ নেবে। লুকার তিন ভাইও ফুটবলের সঙ্গে যুক্ত। বড় ভাই এনজো মিডফিল্ডার হিসেবে ২৯ বছর বয়সে অবসর নিয়েছেন। অন্য দুই ভাই থিও ও এলিয়াজ বর্তমানে স্পেনের রিয়াল বেতিসে খেলছেন।
জিদানের পরিবার আলজেরিয়ার কাবাইলি অঞ্চলের। লুকা এই সিদ্ধান্তে বাবার মতোই আন্তর্জাতিক স্তরে পরিচিতি তৈরি করার সুযোগ পাবেন, যদিও প্রতিযোগিতা তীব্র। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন জিনেদিন জিদানের সন্তান হিসেবে লুকা আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।