এশিয়া কাপে সুপার ফোরে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

এফএনএস | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১০ এএম
এশিয়া কাপে সুপার ফোরে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের সুপার ফোরে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ সামনে। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যেখানে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা আগ্রহ নিয়ে দেখবেন কে জিতবে।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান ৪১ রানে হারিয়ে নিশ্চিত করেছে সুপার ফোরে ওঠা। এর ফলে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই আর মাত্র সময়ের বিষয়। ইতিমধ্যেই ভারতের দল নিশ্চিতভাবে সুপার ফোরে উঠেছে, পাকিস্তানকে উঠতে হয়েছে কঠিন লড়াই দিয়ে। গ্রুপ পর্বে পাকিস্তানের ইনিংস শুরুটা ভাঙচুরময় হলেও ফখর জামান এবং শাহিন আফ্রিদির সমন্বয়ে তারা জয় নিশ্চিত করেছেন।

তবে এই দ্বৈরথকে ঘিরে এবার নতুন বিতর্কও তৈরি হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। বিষয়টি নজরে এনে আইসিসি পাকিস্তান ক্রিকেটারদের কঠোর নির্দেশ দিয়েছে, যাতে সুপার ফোরের ম্যাচে পাক ক্রিকেটাররা ভারতের সঙ্গে হ্যান্ডশেক না করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং অধিনায়ক সালমান আলি আগা বিষয়টি মেনে নিয়েছেন। সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব এই বিতর্ককে ছোটখাটো বিষয় হিসেবে দেখছেন। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “এগুলো খুব ছোটখাটো বিষয়। কেউ যদি করমর্দন না করে, তাতে সমস্যা কোথায়? এটা খেলার নিয়ম নয়; বরং ব্যক্তিগত পছন্দ।”

ভারতের শিবিরে অন্যদিকে খেলার আগে বড় ধাক্কা এসেছে। গুরুত্বপূর্ণ অলরাউন্ডার অক্ষর প্যাটেল ওমানের বিপক্ষে চোট পেয়েছেন। গ্রুপপর্বের ম্যাচে ক্যাচ ধরার সময় মাঠে পড়ে যাওয়ার কারণে তাঁর খেলার সম্ভাবনা অনিশ্চিত। যদিও বোলিং কোচ টি দিলীপ বলেছেন, “সব ঠিক আছে”, তবুও দলের ভারসাম্য নিয়ে শঙ্কা রয়ে গেছে। বিকল্প হিসেবে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মা প্রস্তুত রয়েছেন।

এদিকে ভারতীয় বোলার অর্শদীপ সিং এই মুহূর্তে খুশির খবরও দিয়েছেন। ওমানের বিপক্ষে তিনি একটি উইকেট নিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। মাত্র ৬৪ ইনিংসে তিনি এই অর্জন করেছেন, যা দ্রুততম পেসার হিসেবে নতুন রেকর্ড।

এই ম্যাচ শুধু স্কোর বোর্ডের জন্যই নয়, দুই দেশের ক্রিকেট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে। মাঠে উত্তেজনা, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দর্শক আবেগ—সব মিলিয়ে রোববারের এই ম্যাচ একে একে স্মরণীয় করে তুলবে।

আপনার জেলার সংবাদ পড়তে