বাগেরহাটের শরণখোলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ স্বাস্থ্য অধিকার ফোরামের শরণখোলা উপজেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন লিটন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আশফাক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দীন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, মেডিকেল অফিসার ডাক্তার সঙ্গীতা রাজবংশী(ডেন্টাল সার্জন), উপজেলা সদর রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান বাবুল তালুকদার, স্বাস্থ্য অধিকার ফোরামের উপজেলা কমিটির সহ-সভাপতি মীর সরওয়ার হোসেন, রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন মিরু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সসহ সেবাদানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক সাবেরা ঝর্ণা।
সভায় প্রধান অতিথি ডা. আশফাক হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি স্বাস্থ্য অধিকার পরিষদের সামগ্রিক কার্যক্রম শরণখোলার মত উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে। তাদের এই কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা উপর মহলে তুলে ধরলে শরণখোলার সাধারণ জনগণ উপকৃত হবে। তিনি জনবল সংকট ও অন্যান্য সমস্যার কারণে রোগীদের চাহিদা অনুযায়ী আশানুরূপ সেবা দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। বাংলাদশ স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিটন বলেন, শরণখোলাসহ বাংলাদেশের যে যে অঞ্চলে এই সংগঠনের কমিটি রয়েছে তারা সবাই সকলেই স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।