শাহজাহান চৌধুরী

সঠিক নেতৃত্ব নির্বাচনে শ্রমিক সমাজকে যথার্থ ভূমিকা পালন করতে হবে

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫২ পিএম | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫১ পিএম
সঠিক নেতৃত্ব নির্বাচনে শ্রমিক সমাজকে যথার্থ ভূমিকা পালন করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, "সঠিক নেতৃত্ব নির্বাচনে শ্রমিক সমাজকে যথার্থ ভূমিকা পালন করতে হবে। ভুল নেতৃত্ব নির্বাচনের কারণে যুগ যুগ ধরে শ্রমিক সমাজ শোষণের শিকার হয়ে আসছে। শ্রমজীবি মানুষের রক্ত, ঘাম, শ্রমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করে দেয় লুটেরারা। তারা সেখানে গড়ে তুলে আলীশান বালাখানা। দেশে শ্রমিক সমাজের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তাই আগামী সংসদ নির্বাচনে সৎ, যোগ্য, দক্ষ, নীতিবান, দেশপ্রেমিক, ডেডিকেটেড নেতৃত্ব নির্বাচনে সভ্যতা বিনির্মাণের কারিগর শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২০ সেপ্টেম্বর শনিবার সকালে কেরানিহাট সী-ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার ইউনুছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ ইসহাক,

কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারী ও চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি এস এম লুৎফুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ তারেক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ সেক্রেটারী আরিফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অফিস সম্পাদক আ.ন.ম শোয়াইব, সাতকানিয়া উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা খানে আলম ও দিদারুল আলম, অর্থ সম্পাদক মোহম্মদ ইলিয়াছ, ট্রেড ইউনিয়ন সম্পাদক মিজান সিকদার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে