লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ পিএম
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

‎লালমনিরহাটের আদিতমারীতে অটোবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুত আলী (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। ‎শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুত আলী ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘরে অটোবাইক চার্জে দেওয়ার পর বিদ্যুতের সুইচ বন্ধ না করেই সেটি খুলতে যান সুরুত আলী। এ সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে