কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা বিএনপির নব গঠিত কমিটির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ ঘটিকায় নিকলী রোদার পুড্ডা বাজারে বিএনপির ত্যাগী ও কারা নির্যাতিত নেতা আলম মেম্বারের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে আলম মেম্বার অভিযোগ করে বলেন, জারুইতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ জাকির হোসেন নিশিদ্ধ সংঘটন বাংলাদেশ ছাত্রলীগের নিকলী উপজেলা শাখার ৭২ নং সদস্য। আলম মেম্বার প্রশ্ন করে বলেন, বিগত ১৭ বছর আমরা যারা অত্যাচার জুলুম নির্যাতন ভোগ করেছি, জেলে গিয়েছি, তারা কিছু পাবোনা। আর সুবিধা ভোগিরা শুধু দল পরিবর্তন করে সুবিধা ভোগ করবে, আর আমরা শুধু জুলুম নির্যাতন ভোগ করবো। এক প্রশ্নের জবাবে আলম বলেন, আমি এই সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন জানাই, যারা বিগত ১৭ বছর অত্যাচার জুলুম নির্যাতন করেছে, আবার টাকার বিনিময়ে বিএনপিতে এেেসছে, সেই সুসময়ের বসন্তের কোকিলদের বাদ দিয়ে পরিক্ষিত ত্যাগী কারা নির্যাতিত নেতাদের মুল্যায়নের জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি।