কলমাকান্দায় জনগনের ভোগান্তি অবসানে বাঁশের সাঁকো নির্মাণ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩০ পিএম
কলমাকান্দায় জনগনের ভোগান্তি অবসানে বাঁশের সাঁকো নির্মাণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি অবসানে বাঁশের সাঁকো নির্মিত হয়েছে। 

সম্প্রতি সংবাদ মাধ্যমে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সরু বাঁশের সাঁকো পারাপারের খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, ব্যারিস্টার কায়সার কামালের। এরপরই তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন দ্রুত নতুন সাঁকো নির্মাণের জন্য। তাঁর নির্দেশনা ও উদ্যোগে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে সাঁকোটি নির্মিত শেষে আজ রোববার দুপুরে উদ্ভোধন  করা হয়েছে। উদ্ভোধন কালে কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন ঝুঁকিমুক্তভাবে সাঁকো পার হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, আগে প্রতিদিন ভয় নিয়ে শিক্ষার্থীরা সাঁকো পার হত। নতুন সাঁকো হওয়ায় এখন আমরা নিশ্চিন্তে চলাচল করতে পারছি।

অভিভাবক মো. জয়নাল আবেদীন বলেন, আগে সরু সাঁকোর ভয়ে মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে কষ্ট হতো। এখন নতুন সাঁকো হওয়ায় সেই ভয়ের অবসান হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা সদর ইউনিয়নের বিশারা গ্রামে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে চিকন বাঁশের ওপর দিয়ে স্কুলে যেত, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংবাদপত্রে প্রতিবেদন পড়ে আমি চলে যাই আমার ছোট বেলায়।আমাদের গ্রাম থেকে স্কুলে যেতে হতো ঘুষপাড়া খালের উপর দিয়ে। আর বর্ষা কালে থাকতো একটি চিকন বাঁশের সাঁকো কিযে ভয় করতো তখন। এই প্রতিবেদন  দেখে আমি আমার শৈশবের ফিরে যাই।তাই মানবকল্যাণের অংশ হিসেবে আমরা সেচ্ছাশ্রমের ভিত্তিতে বিশারা গ্রামের এই সেতুটি নির্মাণ করেছি এবং মানুষের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কলমাকান্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম আজাদ জানান, স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্যারিস্টার কায়সার কামালের এই উদ্যোগ প্রসংশারশার দাবী রাখে।

আপনার জেলার সংবাদ পড়তে