সচিবালয়ে অগ্নিকান্ড, ঢাকা ফিরলেন উপদেষ্টা -আসিফ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৬ পিএম
সচিবালয়ে অগ্নিকান্ড, ঢাকা ফিরলেন উপদেষ্টা -আসিফ

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া উত্তরাঞ্চলের সফর স্থগিত করে ঢাকা ফিরেছেন।  ২৬ ডিসেম্বর সকাল পনে ১০ টায় নীলফামারী থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ ২৪ ডিসেম্বর থেকে ৬ দিনের সরকারী সফরে উত্তরাঞ্চলে অবস্থান করছিলেন। তিনি দিনাজপুর.ঠাকুরগাঁও,পঞ্চগড় ও নীলফামারীর জলঢাকায় কম্বল বিতরন, মতবিনিময় ও সমাবেশে অংশ নিয়ে ২৫ ডিসেম্বর নীলফামারী সার্কিট হাউসে রাত্রী যাপন করেন।  ২৬ ডিসেম্বর নীলফামারীর ডোমার,লালমনিরহাট জেলা,কুড়িগ্রাম জেলা,২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা,গাইবান্ধা জেলা,বগুড়া জেলা,আগামী ২৮ ডিসেম্বর নওগাঁ জেলা,জয়পুরহাট জেলায় এবং ২৯ ডিসেম্বর রাজশাহী ও চাঁপাইনবাগঞ্জ জেলায় কম্বল বিতরণ এবং মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা ছিল। এরপর তিনি ঢাকায় ফিরে যেতেন। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, বুধবার গভীর রাতে সচিবালয়ের ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তার উত্তরাঞ্চলের সফর স্থগিত করে সকাল ৯টা ৪৫ মিনিটে নীলফামারী থেকে হেলিকক্টারে ঢাকা ফিরে যান।

আপনার জেলার সংবাদ পড়তে