গজারিয়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৭ পিএম
গজারিয়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফ্রি মেডিকেল  ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয়। এতে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান 

আলহাজ্ব মুজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্যাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান সফিক, যুগ্ম আহবায়ক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উল্যাহ,গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন প্রমুখ।

চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন কার্ডিওলজি স্পেশালিষ্ট ডা. শামীম মিয়া। এ চিকিৎসা সেবা এবং ফ্রি ওষুধ গ্রহণ করেন প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে