"সেতুবন্ধন" একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। যে সংগঠনের মধ্যে দিয়ে সমাজের অসহায় গরীব এতিম মানুষের মাঝে সহযোগিতা করা হয়। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন "সেতুবন্ধন" সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, সাবেক শিক্ষক বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় বর্তমান প্রধান শিক্ষক আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখা।সাবেক চেয়ারম্যান ৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদ। লাভলু মিয়া লাভু, সাবেক শিক্ষক বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়, সুভাষ চন্দ্র সরকার অনিল কুমার সরকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়,ইন্তাজ উদ্দিন আহম্মেদ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়,আব্দুর রশিদ (আমেরিকা প্রবাসী)।