হকারদের জন্য লালদিঘীতে নতুন ঠিকানা, যানজট কমানোর স্বপ্নে সিসিক

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৮ পিএম
হকারদের জন্য লালদিঘীতে নতুন ঠিকানা, যানজট কমানোর স্বপ্নে সিসিক

সিলেট নগরীর যানজট যেন নিত্যদিনের দুঃস্বপ্ন। পথচারী থেকে শুরু করে চালক-সবাই ভোগেন এক অনিবার্য ভোগান্তিতে। সেই দুর্ভোগ লাঘবে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। লালদিঘী এলাকায় গড়ে তোলা হচ্ছে অস্থায়ী হকার মার্কেট, যেখানে এক ছাদের নিচে স্থান পাবেন শতাধিক হকার।

রোরবার সরেজমিনে দেখা গেছে, নির্মাণকাজ চলছে দ্রুতগতিতে। শ্রমিকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই মার্কেটের কাঠামো দাঁড়িয়ে গেছে; চলছে ছাউনি বসানো ও ভেতরের সাজসজ্জার কাজ। শ্রমিকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যেই পুরো প্রকল্প শেষ করা সম্ভব হবে।

সিসিক সূত্রে জানা যায়, প্রধান সড়ক দখল করে বসা হকারদের সরিয়ে সুশৃঙ্খলভাবে ব্যবসার সুযোগ করে দিতেই এ উদ্যোগ। এতে যেমন হকারদের নিরাপদ ব্যবসার পরিবেশ তৈরি হবে, তেমনি নগরীর প্রধান সড়কগুলোও হবে যানজটমুক্ত। ক্রেতারাও পাবেন এক জায়গায় কেনাকাটার সুবিধা।

শহরবাসীর প্রত্যাশা, এই অস্থায়ী মার্কেট সত্যিই যদি যানজট কমাতে কার্যকর ভূমিকা রাখে, তবে নগরীর শৃঙ্খলা ফিরবে অনেকখানি। সিসিকও বিশ্বাস করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেট নগরীর ভোগান্তি কমবে এবং নগরবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে