মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়া পাইলট গার্লস হাই স্কুলের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান।
রোববার দুপুরে তিনি উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের সমাপ্ত হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সকলের উদ্দেশ্যে বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে বিশ্বাস করি। তিনি শিক্ষার্থীদের কল্যাণে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া পাইলট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা, গজারিয়া বিএনপি'র যুগ্ম আহবায়ক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উল্যাহ,গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন প্রমুখ।