কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের পদোন্নতিতে বিদায় সংবর্ধনা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫২ পিএম | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫২ পিএম
কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের পদোন্নতিতে বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মহসিন খানের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) ইফার মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মহসিন খান ঢাকা  বিভাগীয় কার্যালয়ের অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক (চ.দা.) পদে পদোন্নতি উপলক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তব্যে সদ্য বিদায়ী উপপরিচালক মোহাম্মদ মহসিন খান  বলেন, কিশোরগঞ্জের পরিবেশ খুবই সুন্দর ও এই অঞ্চলের মানুষ অত্যন্ত আন্তরিক। আমি এই এলাকায় দীর্ঘ বছর চাকরী জীবনে মনেই হয়নি যে, এখানে চাকরী করেছি। মনে হয়েছে আমি এখানে নিজ জন্মভূমিতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে-ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ডক্টর মাও  মুহাম্মদ কামরুল হাসান, জেলার হিসাব রক্ষক ও সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. শফিকুল আলম সারওয়ার,করিমগঞ্জ উপজেলার সুপার ভাইজার হাফেজ মাও একেএম মস্তোফা কামাল,মাও আবু সাঈদ, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো. মাসুম বিল্লাহসহ জেলা কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক  মাও আমিনুল হক বলেন,আমাদের কিশোরগঞ্জ জেলায় দীর্ঘ বছর যাবত ইফার উপপরিচালক হিসেবে সম্মানের সহিত দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ মহসিন খান স্যার। এখন ঢাকা  বিভাগীয় কার্যালয়ের অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক (চ.দা.) পদে পদোন্নতি হওয়ায় আমরা জেলার সকল  শিক্ষকদের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। 

আপনার জেলার সংবাদ পড়তে