এশিয়া কাপ

অভিষেক–গিল ঝড়ে উড়ে গেল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫ এএম
অভিষেক–গিল ঝড়ে উড়ে গেল পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ল ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরে রোববার (২১ সেপ্টেম্বর) পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বর্তমান টি–টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ভারত–পাকিস্তান দ্বৈরথে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কোনো দল। এবার ভারতের জয়রথ থামল না ষষ্ঠ ম্যাচেও।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক শর্মা ও শুবমান গিলের বিধ্বংসী জুটিতে শুরুটা দারুণ করে ভারত। ৯.৫ ওভারে দুই ওপেনার যোগ করেন ১০৫ রান। গিল আউট হওয়ার পর পাকিস্তান দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। অভিষেক শর্মা খেলেন ৪১ বলে ঝড়ো ৭৪ রানের ইনিংস। শেষ দিকে তিলক বর্মা অপরাজিত ৩০ রান করে ভারতকে ১৮.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান গড়ে ১৭১ রানের লড়াকু সংগ্রহ। ইনিংসের শুরুটা ভালো হলেও শেষ দশ ওভারে ব্যাটাররা ছন্দ হারান। একপর্যায়ে টানা ৩৯ বল বাউন্ডারি আসেনি পাকিস্তানের ব্যাট থেকে। শাহেবজাদা ফারহান করেন ৪৫ বলে ৫৮ রান, আর সাইম আইয়ুব ১৭ বলে যোগ করেন ২১। শেষ দিকে ফাহিম আশরাফের ৮ বলে ২০* রানের ঝড়ো ইনিংস ভরসা জোগালেও যথেষ্ট হয়নি। ভারতের পক্ষে শিবম দুবে ২টি উইকেট নেন, কুলদীপ যাদব নিয়েছেন ১টি।

এই জয়ে শুধু সুপার ফোরে দারুণ সূচনাই নয়, পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সবচেয়ে বড় রান তাড়া করে জেতার রেকর্ডও গড়ল ভারত। এর আগে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয় ছিল ১৬০, ২০২২ সালের বিশ্বকাপে মেলবোর্নে।

এশিয়া কাপে পাকিস্তানের পরবর্তী ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। আর ভারত বুধবার নামবে বাংলাদেশের মুখোমুখি হতে।

আপনার জেলার সংবাদ পড়তে