কলমাকান্দায় মন্ডপে মন্ডপে প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৫ পিএম
কলমাকান্দায় মন্ডপে মন্ডপে প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব।ক্ষণগণনায় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে উৎসব দূর্গাপূজা। এ উপলক্ষে কলমাকান্দার বিভিন্ন মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আর সেই সাথে শিল্পীরা প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন। তবে,আয়োজকদের প্রত্যাশা জাঁকজমকপূর্ণ পূজা আয়োজনের। শাস্ত্রীয় মতে, এবার মা দূর্গা আসছে গজে চড়ে এবং গমন করবে দোলায়।

শারদীয় দূর্গাপূজা সনাতন সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব।  আর এ উৎসবকে ঘিরে তোড়জোড়ের শেষ নেই প্রতিমা ও আলোকসজ্জাসহ সংশ্লিষ্টদের মধ্যে।

এবার উপজেলা জুড়ে প্রতিমা তৈরি হচ্ছে ৫৬টি পূজা মন্ডপে। উপজেলা সদরের বাসাউড়া গ্রামের মন্দির, কলমাকান্দা জিউর মন্দির, শিববাড়ি দূর্গা মন্দির, চানপুর ও আনন্দপুর দূর্গামন্দিরসহ বেশ কয়েকটি মন্ডপ ঘুরে দেখা দেখা যায়, বেশিভাগ মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। আর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মুল আনুষ্ঠানিককতা। তাই হাতে একদমই সময় কম প্রতিমা শিল্পীদের। তারা টানা পরিশ্রম করে যাচ্ছেন।  বেশিরভাগ মন্ডপে দেখা যাচ্ছে, শিল্পীর নিপুন হাতের তুলির ছোঁয়ায় স্পষ্ট হয়ে উঠেছে প্রতিমার মুল অবয়ব।

কলমাকান্দা পূজা উদযাপন কমিটির আহবায়ক, যুগ্ন আহবায়ক হিরালাল সাহা, বিকাশ ভৈমিক ও সদস্য সচিব  লিপটন বনিক জানান, সম্প্রীতির দেশ বাংলাদেশ। সম্প্রীতির এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারের পূজা উদযাপন অনুষ্ঠিত হবে। আমরা সকল সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে মিলেমিশে শারদীয় উৎসবের আনন্দ উপভোগ করবো।


এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, আমাদের কলমাকান্দা উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আনসার সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি থাকবে। এছাড়াও স্ব স্ব মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।

এছাড়া উপজেলার বিএনপির সভাপতি এমএ খায়ের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া জানান, আমাদের জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এইবারও সর্তক অবস্থানে থাকবে, প্রত্যেক পূজামন্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিয়েছি, যাতে পূজোয় কোন অপশক্তি নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

এছাড়াও উপজেলার বিএনপির সভাপতি এমএ খায়ের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া জানান, আমাদের জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এইবারও সর্তক অবস্থানে থাকবে, প্রত্যেক পূজামন্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিয়েছি, যাতে পূজোয় কোন অপশক্তি নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

আপনার জেলার সংবাদ পড়তে