স্কলার্সহোমের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উপাধ্যক্ষের পদত্যাগ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৬ পিএম
স্কলার্সহোমের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উপাধ্যক্ষের পদত্যাগ

সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলনের মুখে উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করেছেন। কলেজ কর্তৃপক্ষও শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস দিয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরে কলেজ প্রশাসন শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সোমবার সকাল পর্যন্ত সময়সীমা নির্ধারণে আন্দোলন স্থগিত হয়। রাতেই প্রশাসন নতি স্বীকার করে উপাধ্যক্ষের পদত্যাগ ঘোষণা দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আজমানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবাকে অপসারণ করা হবে। অভিভাবকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে অনিয়ম, শিক্ষকদের খারাপ আচরণ ও কাউন্সেলিং ব্যবস্থার অভাব শিক্ষার্থীদের মানসিক চাপে ফেলে দিচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর নিজ বাসা থেকে আজমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। যদিও এটিকে আত্মহত্যা বলা হচ্ছে, তবে পুলিশ জানিয়েছে-বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে