পাবনার চাটমোহর উপজেলার আনকুটিয়া গ্রামে সরকারি জায়গা ও পানি নিষ্কাশনের ক্যানেল জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এতে করে যে কোন মূহুর্তে ক্যানেলটি বন্ধ হয়ে আনকুটিয়া বিলের প্রায় দেড়শত বিঘা জমি জলাবদ্ধতার শিকার হবে। এ বিষয়ে এলাকার প্রায় দেড় শত কৃষক ও গ্রামবাসী ক্যানেলের পাশের স্থাপনা উচ্ছেদ করে সেটি উন্মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোমবার (২২ সেপ্টেম্বর) লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,আনকুটিয়া গ্রামের মোঃ মনসুর আলী ও তার ভাগ্নে রায়হান আলী গং সরকারি জায়গা জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। দখল করা হয়েছে পানি নিষ্কাশনের ক্যানেলটি। স্থানীয় বাসিন্দা,জমির মালিক ও স্থানীয় ইউপি সদস্যের চাপে ক্যানেলের এক পাশের পাকা স্থাপনা মনসুর আলী গং অপসারণ করলেও দখলকৃত জায়গা ছাড়েনি। এতে করে ক্যানেলে ভেঙে যাচ্ছে পাশের জমির অংশ। মনসুর আলী গং কোন কিছুর তোয়াক্কা না করে ইচ্ছেমতো সরকারি জায়গা দখল করে নিয়েছে। এলাকার লোকজন বাধা দিলে মনসুর আলী গং চাটমোহর থানায় এলাকার কতিপয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করে হয়রানী করছেন। এলাকার জয়নাল আবেদীন,জামাল উদ্দিনসহ অন্যরা অভিযোগ করেন মনসুর,তার ভাগ্নে রায়হান ও স্ত্রী লাভলী কোন কিছুর তোয়াক্কা করছেন না। বারবার শালিস হলেও তা মানেনি মনসুর আলী গং।
এ বিষয়ে মনসুর আলীর স্ত্রী লাভলী খাতুন সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন,আমরা চলাচলের জন্য এ জায়গা দখল করেছি। ক্যানেল দখল করলেও কিছু অংশ ছেড়ে দিয়েছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম সরকারি জায়গা দখলের বিষয়ে বলেন,আমি বারবার জায়গা ছেড়ে দিতে বলেছি। ক্যানেল অবমুক্ত করার কথা বলেছি। কিন্তু তারা তা মানছেন না। এই ক্যানেল দিয়ে বিলের পানি নিষ্কাশন হয়। পানি নিষ্কাশন না হলে আবাদ ব্যাহত হবে। আমি বিষয়টি উপরে জানাবো। এই ক্যানেল ও সরকারি জায়গা দ্রুত দখলমুক্ত করা দরকার।