মুন্সীগঞ্জের গজারিয়ায় তলিয়ে গেছে রসুলপুর-সোনালী মার্কেট ফেরিঘাটের পন্টুন। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই পথ দিয়ে নিয়মিত চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। রোববার দুপুরে ফুলদী নদীর দুই পাড়ে এমনই চিত্র দেখা যায়। জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, রসুলপুর-সোনালী মার্কেট ফেরিঘাট দিয়ে প্রতিদিন কয়েকশ ট্রাক, পিকআপ, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন উপজেলার বিভিন্ন গন্তব্য যাতায়াত করে থাকে। গত কয়েক মাস ধরে জোয়ারের পানিতে পন্টুন তলিয়ে যাওয়ায় নদী পারাপারে এসব ছোট বড় পরিবহনের চালক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই পথ দিয়ে নিয়মিত চলাচলকারী ট্রাক চালক ইদ্রিস মিয়া বলেন, রসুলপুর ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে ট্রাক পার করতে হচ্ছে। পন্টুন ক্রস করার সময় গাড়ির ইঞ্জিনে পানি ঢ়ুকে ক্ষতি হচ্ছে। আমাদের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, গত কয়েকদিন ধরে ফেরিঘাটের দুই পাড়ে জোয়ারে পন্টুন তলিয়ে যায়। নদীতে ভাটার সময় কিছুটা দুর্ভোগ কমলেও জোয়ারের সময় দুর্ভোগ চরম আকার ধারণ করছে। প্রতিদিন নদী পারাপারে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হচ্ছে পরিবহন চালক ও যাত্রীদের।ফেরিতে উঠতে গিয়ে প্রায়ই সময় দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইক ও অটো রিকশা চালকরা। কিন্তু তারপরও কর্তৃপক্ষ এসব পরিস্থিতি নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
ফেরি চালক সামছুল ইসলাম বলেন, জোয়ারের সময় পানি বেড়ে পন্টুন তলিয়ে যায়। তখন গাড়ি ওঠা নামায় সমস্যা। বিষয়টি আমরা আমাদের উর্দ্ধতন স্যারদের জানিয়েছি।
এবিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, আমরা কয়েক বার ইট ফেলে ফেরি ঘাটের দুই অংশে পন্টুন উঁচু করে দিয়েছি। প্রয়োজনে আবারো পন্টুন উঁচু করে দেওয়া হবে। সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি।