কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের মতবিনিময় সভা

এফএনএস (আয়শা সিদ্দিকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৭ পিএম
কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের মতবিনিময় সভা

কচুয়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ যথাযোগ্য মর্যাদায়  উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পূজা কমিটির সভাপতি সম্পাদকের  মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। 

২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান এর সভাপতিত্বে এই মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়। এ সময়  মতবিনিময়  সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ,কচুয়া উপজেলা জামায়েত এর আমীর মাওলানা রফিকুল ইসলাম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমেদ,

এছারা উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ হাসান মাহামুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শেখ মোঃ মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেন, কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা আছিয়া বেগম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ কচুয়া উপজেলায় কর্মরত সাংবাদিক ও উপজেলার ৪৩টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। 

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দির কমিটিকে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক  অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ  ছাড়া সকল গুজব থেকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানান হয়েছেও। 

আপনার জেলার সংবাদ পড়তে