চাটমোহরে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি তুহিনের মতবিনিময়

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম
চাটমোহরে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি তুহিনের মতবিনিময়

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপি'র প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চাটমোহর উপজেলার ফৈলজানা হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফৈলজানা ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক আব্দুল জব্বার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,কৃষিবিদ হাসান জাফির তুহিন। আরো বক্তব্য রাখেন,পাবনা জেলা বিএনপি'র সদস্য সেলিম আহমেদ,ঢাকা দক্ষিণ বিএনপি'র সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,চাটমোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,সেলিম রেজা,সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক,মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,শ্রমিক দলের উপজেলা সভাপতি মন্তাজ আহমেদ প্রমুখ।

এদিন সকালে কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি সাধারণ মানুষের চিকিৎসার খোঁজখবর নেন।

আপনার জেলার সংবাদ পড়তে