উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) পৃথক দুটি বার্তায় এ সতর্কবার্তা দেওয়া হয়।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এ ছাড়া অপর এক বার্তায় জানানো হয়, রাত ১টার মধ্যে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এ সতর্কবার্তা জনজীবনে সতর্কতা বাড়িয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষ ঝড়ো হাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্ক সংকেত মানা হলে বড় ধরনের ক্ষতির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।