পূবালী ব্যাংক পিএল‌সি কি‌শোরগঞ্জ শাখার গাছের চারা রোপন ও বিতরণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৭ পিএম
পূবালী ব্যাংক পিএল‌সি কি‌শোরগঞ্জ শাখার গাছের চারা রোপন ও বিতরণ

পূবালী ব্যাংক পিএল‌সি, কি‌শোরগঞ্জ শাখার আয়োজনে দুটি বিদ্যালয়ে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। জানা গেছে সোমবার জেলা সদরের তাস‌লিমা মে‌মো‌রিয়াল ক‌লেজ ও পাকুন্দিয়া উপজেলার কা‌লিয়াচাপড়া চি‌নিকল উচ্চ বিদ্যালয়ে এসব চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে বনজ, ফলজসহ ঔষ‌ধি গাছ। প্রতি প্র‌তিষ্ঠা‌নে ৪০ টি ক‌রে মোট ৮০‌টি বৃক্ষ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএল‌সি, কি‌শোরগঞ্জ শাখার ব্যবস্থাপক  মুহাম্মদ সাইফুল হক, তাস‌লিমা মে‌মো‌রিয়াল ক‌লে‌জের অধ্যক্ষ মুনাইমুল হক, কা‌লিয়াচাপড়া চি‌নিকল উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো: আমজাদ হো‌সেন,শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে