মুন্সিগঞ্জের গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দড়ি বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই পথচারী একজন নিহত একজন গুরুতর আহত।
সোমবার বিকাল সাড়ে চারটার দিকে দড়ি বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয় দুই পথচারী। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় একজন।
নিহত পথচারীর গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে রুবেল (২৬)। আহত একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে সুমন (৩০)।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শওকত হোসেন জানান সড়ক দুর্ঘটনার পর আহত রোগীদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে একজন মৃত্যুবরণ করেন।