চাটমোহরে ‘বিক্ষত বড়ালের বয়ান’ গীতিনাট্য প্রদর্শন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৪ এএম
চাটমোহরে ‘বিক্ষত বড়ালের বয়ান’ গীতিনাট্য প্রদর্শন

চাটমোহরের বড়াল নদের দখল ও দূষণের প্রতিবাদে ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বড়াল রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে গীতিনাট্য  “ বিক্ষত বড়ালের বয়ান” প্রদর্শিত হয়েছে। অবক্ষয়িত বড়ালকে বাঁচাতে গণসচেতনা সৃষ্টির লক্ষে গীতিনাট্য প্রদর্শনের আয়োজন করে বড়াল রক্ষা আন্দোলন কমিটি। বড়াল নদের পাড়ে পৃথক ৪টি স্থানে এই গীতিনাট্য প্রদর্শিত হয়েছে।  চাটমোহর পৌর সদরের নতুন বাজার জারদিস মোড়ে,বড়াল পাড়ের বোঁথর খেয়াঘাট চত্বরে,রামনগর খেয়াঘাট চত্বরে ও ধুলাউড়ি বটতলায় এই গীতিনাট্য প্রদর্শিত হয়েছে। এসময় বড়াল নদ নিয়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা)’র যুগ্ন সম্পাদক এবং বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান। সর্বশেষ ২৫ ডিসেম্বর সন্ধ্যায় রামনগর ঘাট এবং ২৭ ডিসেম্বর সন্ধ্যায় ধুলাউড়ি বটতলায় ‘বিক্ষত বড়ালের বয়ান’ গীতিনাট্য প্রদর্শিত হয়। গীতিনাট্যের রচয়িতা কবি ও সাংবাদিক মোঃ ইশারত আলী।

আপনার জেলার সংবাদ পড়তে