শ্রীমঙ্গলে বিশাকৃতির অজগর সাপ উদ্ধার: বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ পিএম
শ্রীমঙ্গলে বিশাকৃতির অজগর সাপ উদ্ধার: বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর জেটি রোড এলাকা থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, আজ মঙ্গলবার দুপুরে  শ্রীমঙ্গল জেটি রোড নাথ সম্পদায়ের শ্মশানে কিছু লোক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় হঠাৎ একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পায়। সাপটির উপস্থিতিতে আতঙ্কিত হয়ে তারা কাজ ছেড়ে চলে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন একত্র হয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থল থেকে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। 

সজল দেব জানান, অজগর সাপটির ওজন প্রায় ২৪-২৫ কেজি। সাপটি দৈর্ঘ প্রায়  ১৫ ফুট।

পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. কাজী নাজমুল হক জানান, অজগরটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।  ২/১ দিনের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে