ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সোমবার (২২সেপ্টেম্বর) বিরাশি স্কুল মাঠে গণসমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় লেহেম্বা ইউনিয়ন সভাপতি রুস্তম আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারণ্যের অঙ্গীকার ভোট হোক গণঅধিকার এটি আপনাদের মনে রাখতে হবে। এসময় তিনি লেহেম্বা ইউনিয়নের মোটরসাইকেল চোর রোধে ব্যাপক ভূমিকা রাখবেন বলে ঘোষনা দেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি সোহরাব হোসেন,সম্পাদক জাফর আলী,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, লেহেম্বা সম্পাদক নাজমুল হাসান, হাজিপুর ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।