শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামী গ্রেফতার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩২ পিএম
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামী গ্রেফতার

শ্রীমঙ্গলে ৫ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত এক আসামীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সোমবার রাতে অভিযান পরিচালনা করে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড আনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে।

সে শ্রীমঙ্গল উপজেলার মোহাজিরাবাদ গ্রামের মৃত গোফরান এর ছেলে।

ওসি আমিনুল ইসলাম আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে