ফটিকছড়িতে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজিতে লিপ্ত’

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫০ পিএম
ফটিকছড়িতে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজিতে লিপ্ত’

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়িতে চাঁদাবাজি চলছে। একটি গুপ্ত সংগঠনের ক্যাডার ও নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত রয়েছে। কিন্তু এ সংগঠন কৌশলে চাঁদাবাজিতে বিএনপির নাম জড়িয়ে দিচ্ছে।  সোমবার (২২ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি পৌরসভায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফটিকছড়িতে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত নয়। কেউ যদি চাঁদাবাজি-দখলবাজিতে বিএনপির কেউ জড়িত তাহলে আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা কররো।  সরওয়ার আলমগীর আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেউ চাঁদাবাজিসহ অপকর্মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেবে দল। এরমধ্যে তার প্রমাণও মিলেছে। নানা অপরাধে ৪ হাজার নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। বিএনপি কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। এ সময় জেলা-উপজেলা ও পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে