সীতাকুন্ডে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) :
| আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৪ পিএম | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৪ পিএম
সীতাকুন্ডে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

সীতাকুণ্ডে তাহমিনা আক্তার ২৮ নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। গতকাল রাত সোমবার নয়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের বাকের মাস্টারের বাড়ি থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সে গোলাবাড়িয়ার বাকের মাস্টার  বাড়ির মাঈনুল ইসলামের স্রী ও  এক সন্তানের জননী।  জানা  যায় মুরাদপুর ইউনিয়নের তাহমিনা সাথে একই  ইউনিয়নের যুবদল কর্মী মাইনুল এর সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসার জীবনে সাত বছরের একটি বাচ্চার রয়েছে।  সম্প্রতি সংসারের টানাপোড়া ও না না অসঙ্গতি  নিয়ে তাহমিনের সাথে শশুর বাড়ির লোকজনের সাথে ঝগড়া বিবাদ ও দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে শ্বশুরবাড়ি লোকজনের চোখ  ফাঁকি দিয়ে গতকাল সন্ধ্যার পর যে কোন সময়ে শোয়ার ঘরে গলায় উডনা পেছিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেন পরে শ্বশুরবাড়ি লোকজন দেখে বাড়ির অন্য প্রতিবেশী কে সাথে নিয়ে তাহামিনার বাড়ির লোকদের ও পুলিশ কে খবর দেয়। পরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের এস আই নূর হোসাইন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ টি উদ্দার করে পোষ্টমার্টেম করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।উদ্ধারকৃত গৃহবধুর আত্মীয় যুবদল নেতা ফরহাদ সাকিল বলেন, বিষয়টি অবগত পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে তাহমিনার মামারা সহ আমি যাই। সেখানে গিয়ে দেখতে পাই ঝোলানো লাশটির পা মাটির সাথে  লাগানো। তবে স্বামীসহ শ্বশুরবাড়ি লোকজন কাউকে আমরা দেখিনি। আমার কাছে বিষয়টি রহস্যজনক লেগেছে। আশা করি পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতের সঠিক কারণ উদঘাটন করবে। এই বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা নূর হোসোইন সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের তথ্য মতে আমরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর গলায় উডনা পেছানো লাশটি উদ্ধার করি। উদ্ধার পরবর্তী স্বামী ও শশুর পক্ষের  কোন লোকজন দেখতে পাইনি। সুরতহাল রিপোর্ট পরবর্তী  লাশ টি  ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ  করেছি, তাহমিনার আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি সংসারে টানাপোডন সহ নানা রকম পারিবারিক দ্বন্দ্বে তাহামিনা আত্মহত করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবেনা,

আপনার জেলার সংবাদ পড়তে