সাক্ষাৎকার বিভ্রান্তিকরভাবে ছাপা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৯ পিএম
সাক্ষাৎকার বিভ্রান্তিকরভাবে ছাপা হয়েছে: মির্জা ফখরুল

ভারতের দৈনিক ‘এই সময়’–এ প্রকাশিত সাক্ষাৎকার নিয়ে বিভ্রান্তি দূর করল বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গণমাধ্যমটিতে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংবাদপত্রটিতে প্রকাশিত সাক্ষাৎকারের উদ্ধৃতি বিভ্রান্তিকর এবং মির্জা ফখরুলের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে।

বিএনপির ব্যাখ্যায় বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি ভারতের সংবাদপত্রটিকে এমন কোনো বক্তব্য দেননি। কিন্তু সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভুল।

এই বিষয়ে মির্জা ফখরুল বলেন, জনগণকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই, যেন এমন বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করা হয়। তিনি এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান।

উল্লেখ্য, গণমাধ্যমে ‘এই সময়’-এর বরাত দিয়ে প্রকাশিত খবরে দাবি করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল। কিন্তু বিএনপি তা প্রত্যাখ্যান করায় জামায়াত এখন পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবিতে মাঠে নেমেছে। ওই খবরে বলা হয়, পিআর পদ্ধতি কার্যকর না হলেও জামায়াত নির্বাচনে অংশ নেবে।

এই খবর প্রকাশের পর জামায়াতের পক্ষ থেকে কড়া সমালোচনাও জানানো হয়। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেন, ‘এই সময়’-এর সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং তিনি এমন বক্তব্য দেননি।

আপনার জেলার সংবাদ পড়তে