পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জিয়ানগর উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে একটি বিশাল মিছিল বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, সাবেক যুগ্ম আহবায়ক আহসানুল হক ছগির, শাহারিয়া আব্দুল্লাহ মোঃ সোহেল পত্তাশী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেন খান এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। এই কমিটি জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তারা আরও বলেন, “বিএনপিতে অন্য দল থেকে আসা কাউকে স্থান দেওয়া হবে না এবং দলে চাঁদাবাজ, ভূমিদস্যু বা সন্ত্রাসীদের কোনো স্থান নেই।”
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর (রোববার) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব এবং এলিজা জামানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য করা হয়েছে।