নাচোল বাসস্ট্যান্ড এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন জমিতে আধুনিক মানের ৫তলা মার্কেট নির্মাণের লক্ষ্যে সকল শ্রেণীপেশার মানুষের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫তলা মার্কেট প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হুসেন। মতবিনিময়ে উন্মুক্ত আলোচনায় উপস্থিত সকলেই ডাকবাংলো চত্বর ও পুকুরপাড় দখল করে এবং পুকুরের আংশিক ভরাটের মধ্যদিয়ে জলকর সংকুচিত করে ৫তলা মার্কেট নির্মাণের বিরোধিতা করে বক্তব্য দেন। তাছাড়া সংলগ্ন এলাকায় জেলাপরিষদের মালিকানাধীন ১০৮কক্ষ বিশিষ্ট আধুনিক মার্কেটের উর্ধমুখী সম্প্রসারণ করার দাবি জানান। বক্তাগণ বর্তমান জরাজীর্ণ ডাকবাংলোর স্থানে আধুনিকমানের একটি অডিটোরিয়ামসহ একটি ডাকবাংলো ভবণ নির্মাণের জোর দাবি জানান। ব্যবসায়ীগণ তাদের বক্তব্যে জেলা পরিষদকর্তৃক গৃহীত নাচোলে ৫তলা মার্কেট নির্মাণের রূপকল্পে দোকানঘর বরাদ্দের সিস্টেম না রেখে ফ্লোর বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি এবং সিন্ডিকেটবান্ধব বলে মতামত ব্যক্ত করেন। জেলা পরিষদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৫তলা মার্কেটর ১ম ফ্লোরের মুল্য নির্ধারণ করা হয়েছে ১৪কোটি ৯২লক্ষ ৬০হাজার ৮২৭ টাকা। নির্ধারিত ওই মুল্যে নাচোলের কোন ব্যবসায়ীর পক্ষে ফ্লোর ক্রয়ে অংশগ্রহণ করা সম্ভব নয়। এতে করে বহিরাগত সিন্ডিকেটের মালিকানায় চলে যাবে মার্কেটের ফ্লোর গুলো এবং পরবর্তিতে তারা কল্পনাতীত মুল্যে একেকটি দোকানঘর বিক্রি করবে। ফলে ক্ষতির মুখে পড়বে নাচোলের স্থানীয় ব্যবসায়ীগণ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুতাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, নাচোল শিল্প ও বণিক সমিতির সভাপতি আসগার আলী, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম, শাজাহান আলী, রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।