বিয়ের দাবিতে নারী কৃষি কর্মকর্তার অনশন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৩ এএম
বিয়ের দাবিতে নারী কৃষি কর্মকর্তার অনশন

পরকীয়া সম্পর্কের পর বিয়ের প্রলোভনে শারিরিক সম্পর্কের সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন নারী ও পুরুষ উপ-সহকারী দুইজন কৃষি কর্মকর্তা। পরবর্তীতে রহস্যজনক কারণে পুরুষ উপ-সহকারী কৃষি কর্মকর্তা পালিয়ে গেলেও নারী উপ-সহকারী কর্মকর্তা গত দুইদিন ধরে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার।

শুক্রবার সকালে অনশনরত গৌরনদী উপজেলা কৃষি অফিসে কর্মরত নারী উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রিয়াংকা ভক্ত জানান, একই অফিসে চাকরি করার সুবাধে বিগত দুই বছর আগে উপ-সহকারি কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাড়ৈর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভনে বিভিন্নস্থানে নিয়ে দীপঙ্কর তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

সূত্রমতে, বৃহস্পতিবার দীপঙ্করের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় দক্ষিণ বিজয়পুর গ্রামের সাগর গোমেজের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাসা খালি থাকায় দুই কর্মকর্তা ওই বাসায় অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হয়। এসময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের দুইজনকে আটক করে।

ভাড়াটিয়া বাড়ির মালিক সাগর গোমেজ জানান, অসামাজিক কর্মকান্ডের সময় এলাকাবাসী দীপঙ্কর ও প্রিয়াংকাকে আটক করেছে। পরবর্তীতে রহজস্যজনক কারণে দীপঙ্কর পালিয়ে যাওয়ার কারনে প্রিয়াংকা ভক্ত বিয়ের দাবিতে গত দুইদিন ধরে বাসার মধ্যে অনশন শুরু করেছে।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ মোবাইল ফোনে বলেন, বিষয়টি শুনে তাৎক্ষনিক উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। কর্মকর্তাদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার জেলার সংবাদ পড়তে