কয়রায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৭ পিএম
কয়রায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কয়রা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এতে আলোচনায় বক্তব্য রাখেন কয়রার যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ফয়সাল, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ মামুন মাতুব্বর, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কয়রা বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলম প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্য বিভিন্ন আলোচনার পাশাপাশি কয়রার সার্বিক আইন শৃঙ্খলার উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। 


আপনার জেলার সংবাদ পড়তে