জনগণ নির্বাচনমুখী হলে তা কেউ আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম
জনগণ নির্বাচনমুখী হলে তা কেউ আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, বরং তা মূলত জনগণের ওপর নির্ভরশীল। জনগণ নির্বাচনমুখী হলে তা কেউ আটকাতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য থাকলে তা ইতিবাচক প্রভাব ফেলবে। নির্বাচনে নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া গণমাধ্যমও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন, নির্বাচনমুখী প্রস্তুতি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও সদস্যসংখ্যা বৃদ্ধি ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা মোতায়েন আছে, নির্বাচনের সময় তা প্রায় এক লাখে উন্নীত করা হবে। নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং আনসারসহ সব বাহিনী নির্বাচনের মাঠে থাকবে।

চট্টগ্রাম সীমান্ত ও মাদক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মিয়ানমারের সেনারা সীমান্ত এলাকায় নেই, পুরো এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। যদিও মাদক প্রবাহ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তিনি জানান, মাদক সমস্যা মোকাবিলার জন্য ফোর্স বৃদ্ধি করা হয়েছে এবং আশা করা হচ্ছে, মাদক প্রবাহ ধীরে ধীরে কমে আসবে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই দ্রুত সমস্যার সমাধানের পথ।

লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গেও তিনি জানান, পুলিশ ইতিমধ্যেই উদ্ধার অভিযান শুরু করেছে। চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য (পাহাড়, সমুদ্র ও সমতল ভূমি) কিছুটা কঠিন পরিস্থিতি তৈরি করেছে, তবে নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। তিনি সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং সতর্কবার্তা দেন যে, পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচনী সময়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোর চেষ্টা হতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু বাহিনী নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণে সম্ভব। নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণ করতে জনগণই মূল শক্তি।

আপনার জেলার সংবাদ পড়তে