কয়রায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। কয়রা উপজেলা পানি কমিটির আয়ােজনে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যপক আবম আব্দুল মালেক, কয়রা উপজেলা পানি কমিটির সহ-সভাপতি এম আনােয়ার হােসেন, ডাক্তার নুর ইসলাম খােকন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিককার আলম, পানি কমিটির সদস্য আবু হাসান, উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডল প্রমুখ। মানববন্ধন শেষে জলাবদ্ধতা নিরসনে কার্যকরি পদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা নির্বাহী উপজেলা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।