সেলিম ঢালী(৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি সেলিম ঢালী উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আছান আলীর ছেলে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ।
তিনি জানান, বুধবার সকালে গজারিয়াধীন বড় রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে সিআর ১৮৮১ সালের এনআই এ্যাক্ট ১৩৮ ধারার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম ঢালীকে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।