চাটমোহর উপজেলা মহিলা দলের কমিটি বিলুপ্ত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৪ পিএম
চাটমোহর উপজেলা মহিলা দলের কমিটি বিলুপ্ত

পাবনার চাটমোহর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেরুন নেছা শাজাহান এই কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। চাটমোহর উপজেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত এক প্রত্রে বলা হয়েছে,চাটমোহর মহিলা দলের মধ্যে বিশৃঙ্খলা,পরস্পরের সাথে কোন্দল,ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সমস্যা সমাধানে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাছাড়া জেলা সভানেত্রী ও সাধারণ সম্পাদককে না জানিয়ে উপজেলা সাংগঠনিক সম্পাদক রহিমা রেজাকে অযাচিতভাবে বহিস্কার করা হয়েছে। উপজেলা সভানেত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন,গঠণতন্ত্র অমান্য করেছেন এবং মহিলা দলের সুনাম নষ্ট করেছেন। এ অবস্থায় চাটমোহর উপজেলা মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। 

আপনার জেলার সংবাদ পড়তে